নির্বাচন নয় খালেদা-তারেকের অপকর্ম নিয়ে গণশুনানি করা উচিত
ই-বার্তা ডেস্ক।। শনিবার দুপুরে দিনাজপুরের বিরলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গত ৩০ ডিসেম্বর দেশে শান্তিপূর্ণ নির্বাচন হলেও জনগণকে বাদ দিয়েই ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে গণশুনানি শুরু করেছে।
তিনি বলেন, এই নির্বাচন নিয়ে গণশুনানির পরিবর্তে বিএনপি এবং খালেদা-তারেকের যেসব অপকর্ম আছে, সেই সব অপকর্ম নিয়ে আগে গণশুনানি করতে হবে বাংলাদেশে। আপনারা কখনও ২০ দল, কখনও ঐক্যফ্রন্ট, নামকরণ করে একের পর এক ফন্দি আঁটছেন। তাতে কোনো লাভ হবে না। বাংলার মানুষ ভোটের মাধ্যমে বিএনপির অতীত কর্মকাণ্ডের সঠিক জবাব দিয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অগ্নিকাণ্ডে আহতদের দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন। কিন্তু ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে তারা যে ১৫০ জন লোককে পুড়িয়ে হত্যা করেছিল, তাদেরকে তারা দেখতে যাননি।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ণ কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বিরল স্থলবন্দরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহসভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।
এর আগে বিরল মহিলা কলেজের সামনে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে চারতলাবিশিষ্ট বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু