পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না ঈদে
ই- বার্তা ডেস্ক।। এবার ঈদে সড়কে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অদক্ষ চালকরা যানবাহন চালানোয় ঈদের সময় দুর্ঘটনা বেড়ে যায়। এ কারণে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। এ ছাড়া পরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদকে কেন্দ্র করেই নিরাপত্তা প্রস্তুতি সাজানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সব জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। বুদ্ধপূর্ণিমা ঘিরেও অনেক কথা শোনা গিয়েছিল। কিন্তু সবকিছু ভালোভাবে, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরও আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারব ইনশাল্লাহ।’
টার্মিনাল, মার্কেট, দোকানপাট, ঈদগাহসহ সব জায়গায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘শিল্পাঞ্চলসহ বিভিন্ন জায়গায় আমাদের পর্যাপ্ত সিসি ক্যামেরা আছে। কেউ যদি নাশকতা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কূটনৈতিক এলাকার নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম