প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতে খুন্তি!
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ব্যক্তিগত ফেসবুকে পেইজে মঙ্গলবার (১ মে) কিছু ছবি আপলোড করেছেন। ছবিগুলো এখন ভাইরাল। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রতিমন্ত্রীর সিংড়ার বাড়িতে চলছিল বিভিন্ন প্রস্ততি ও আয়োজন। যথারীতি বাড়িতে শবে বরাত উপলক্ষে রান্না করছিলেন পলকের সহধর্মীনি আরিফা জেসমিন কণিকা। সে সময় পলক এসে স্ত্রীর কাজে হাত লাগান।
স্ট্যাটাসে পলক লিখেন ‘শবে বরাতের প্রস্ততি। ঘরের কাজে একটু হাত লাগানো।’ সাথে পোস্ট করেন ৩টি ছবি। একটি ছবিতে দেখা যায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে পলক হাতে খুন্তি ধরে খিচুরী রান্না করছেন। পাশে স্ত্রী কণিকা হাসছেন।
দ্বিতীয় ছবিটিতে দেখা যায়, রান্নাঘরের মেঝেতে বসেছেন পলক। হাতে তার বেলনা। বানাচ্ছেন রুটি খুব মনোযোগ দিয়ে। পাশে বসা স্ত্রী কণিকা স্বামীর রুটি বানানো দেখে হাসছেন। তার হাসিতে মনে হচ্ছে, পলক সর্বোচ্চ চেষ্টা করছেন রুটি বানাতে।
শেষ ছবিটিতে দেখা যায়, পলক একটি রুটি বানিয়েছেন কিন্ত তা বৃত্তাকার হয়নি। রুটির চারদিকেই কোণা। নিদারুণ চেষ্টা করেও এমন রুটি বানানোর পর পলক নিজেই বিস্মিত হয়ে হাতে রুটিটি ধরে হেসে পোজ দিয়েছেন ক্যামেরায়।
এ তিনটি ছবিতে লাইক পড়েছে অর্ধলক্ষাধিক। শেয়ার হয়েছে দেড় হাজারেরও বেশি। পলকের একনিষ্ঠ ভক্তরাই ছবিগুলো শেয়ার করেছেন। তবে নিন্দুকেরা নিন্দা করতেও ভোলেননি।
ই-বার্তা /ডেস্ক