প্রিয়াংকার এংগেজমেন্টে কোটি টাকার রিং!

ই-বার্তা।। বিয়ের পিঁড়িতে কবে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তা নিয়ে এখনও চলছে জল্পনা-কল্পনা। তবে মার্কিন পপতারকা নিক জোনাসকেই যে বিয়ে করছেন তিনি তা এখন প্রকাশ্য।

 

বেশ কিছু দিন আগে প্রিয়াংকা অভিনীত ‘কাউ বয় নিনজা’ ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে গেলে ভারতে ফিরে আসেন তিনি। এ সময় মুম্বাই বিমানবন্দরে তার আংটি পরা হাত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। প্রথমে আংটিটি লুকিয়ে নিলেও পরে এটি যে নিকের দেয়া এংগেজমেন্টের আংটি তা নিজ মুখেই স্বীকার করে নেন প্রিয়াংকা।

 

পাপারাজ্জিদের প্রশ্ন- প্রিয়াংকার এই আংটির দাম কত? বি-টাউনের খবর, নিক জোনাসের দেয়া প্রিয়াংকার আঙুলে শোভা পাচ্ছে যে আংটিটি তার দাম ২.১ কোটি রুপি! নিউইয়র্কের একটি হীরার দোকান থেকে বাগদত্তার জন্য আংটিটি কেনেন নিক জোনাস এবং দুজনে উড়ে আসেন লন্ডনে। অনেকটা চুপিসারে প্রিয়াংকার ৩৬ বছরের জন্মদিনে ওই আংটি পরিয়ে দেন নিক।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট