প্রীতি-আনুশকার একসাথে উদযাপন

ই-বার্তা ডেস্ক ।।   দুজনই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ক্রিকেটের সঙ্গেও তাদের সম্পর্ক নিবিড়। একজন একটি দলের মালিক। অন্যজন দাপুটে ব্যাটসম্যানের স্ত্রী। বলছি প্রীতি জিনতা ও আনুশকা শর্মার কথা। 

 

১৩ এপ্রিল, শুক্রবার ক্রিকেটের মাঠে দর্শকসারিতে দেখা হয়েছিল এই দুই নায়িকার। সেদিন স্বামী বিরাট কোহলির দলের বিজয় উদযাপন করেছেন আনুশকা। তার সঙ্গে যোগ দিয়েছিলেন প্রতিপক্ষ দলের প্রীতিও।

দল ভিন্ন হলেও উদযাপনে অভিন্ন ছিলেন প্রীতি জিনতা ও আনুশকা শর্মা।

ছবি: সংগৃহীত  

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে খেলছিলেন অধিনায়ক বিরাট কোহলি। স্বামীকে সমর্থন দিতে এসেছিলেন আনুশকা। অন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাবের মালিক প্রীতি জিনতা এসেছিলেন দলের ম্যাচ দেখতে। ম্যাচ শেষে জয়ী হয় বিরাটের দল। বাধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন আনুশকা।

দর্শক সারিতে আনন্দে বিরাটের উদ্দেশে উড়ন্ত চুমু দেন আনুশকা শর্মা।

ছবি: সংগৃহীত  

টিওআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাঠে খেলার সময় অনবরত করতালি দিয়ে যাচ্ছিলেন আনুশকা। ম্যাচে জয়ের পর দর্শকসারিতে থাকা এই নায়িকা বিরাটের উদ্দেশে উড়ন্ত চুমু দেন। তার এই আনন্দের ভাগীদার হন প্রীতিও।

 

 

 

ই-বার্তা /ডেস্ক