ফরিদপুরে পিকআপের চাপায় একই পরিবারের ৪ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। ফরিদপুরের মধুখালী উপজেলায় সবজি বোঝাই পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের পাঁচ কোরকদী পাল পাড়ার অযোদ্দা পালের স্ত্রী দিপালী পাল (৬০), তার নাতি জয় পাল (৮), স্বর্গ পাল (৫) এবং কৌশিক পাল (১২)।
জানা গেছে, দিপালী (৬৫) পাল ও তার নাতি জয় পাল (৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে মধুখালী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় স্বর্গপাল (৫। কৌশিক পাল (১২) মারা যায় আজ বুধবার ভোরে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধার পর বাগাট দাস পাড়া ধর্মীয় নামযজ্ঞানুষ্ঠান কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি কাঁচামাল বোঝাই পিকআপ তাদেরকে চাপা দেয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু