ফেনীতে ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার
ই- বার্তা ডেস্ক।। ফেনীর ফুলগাজীতে ১১ বোতল ফেনসিডিলসহ উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সরোয়ার হোসেনকে (৩৮) আটক করেছে বিজিবি।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যরাতাকে আটক করেন।
আটককৃত সরোয়ার হোসেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে।
এই বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী জানান, শুক্রবার দুপুরের দিকে ফুলগাজী উপজেলার সীমান্ত পিলার ২১৩৩/৭-এস এলাকা থেকে ভারতীয় মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের নিকট থেকে ফেনসিডিল ক্রয় করে নিয়ে আসছিলেন সরোয়ার হোসেন। কুমিল্লা ব্যাটালিয়নের নোয়াপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে নোয়াপুর নামক স্থান থেকে ১১ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ সরোয়ার হোসেনকে আটক করে।
জব্দ মাদক ও মোটরসাইকেলের সিজার মূল্য ৮৪ হাজার ৪শ’ টাকা। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম