বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছেঃ মুক্তিযুদ্ধ মন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এক সময় দেশে টাকা-পয়সা হরিলুট হয়েছে। মা-ছেলে মিলে এতিমের টাকা মেরে খেয়েছে। এখন সে অবস্থা নেই। আমরা জনগণের উন্নয়নের জন্য, তাদের সেবা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আজ বুধবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে সেরা করদাতাদের সম্মাননা প্রদান ও চার দিনব্যাপী আয়কর মেলা-২০১৯ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণ কর দেন দেশের উন্নয়নের জন্য। এ করের টাকা যেন সৎভাবে ব্যয় হয় সেটা দেখতে হবে। কর দেয়ার ব্যাপারে জনগণের মধ্যে যে ভীতি রয়েছে আমরা যদি তাদের সঠিকভাবে বোঝাতে পারি তবে তাদের সে ভয় কেটে যাবে। জনগণ কর দিতে আগ্রহী হবে।