বস্তিবাসীদের পুনর্বাসিত করার প্রতিশ্রুতি তাবিথ আউয়ালের
ই- বার্তা ডেস্ক।। ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ শনিবার বেলা ১১টায় মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর প্রাক্কালে এসব কথা বলেন তাবিথ আউয়াল। তাবিথ বলেছেন, রাজধানীর বস্তিবাসীদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।
বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তাদের পুনর্বাসন করবো। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সমালোচনা করে তাবিথ বলেন, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। ১ ফেব্রয়ারি ধানের শীষে ভোট দিলে তা খালেদা জিয়ার পক্ষে যাবে।