বাংলাদেশের পারফর্মেন্সে মুগ্ধ আফগান অধিনায়ক
ই-বার্তা ডেস্ক।। বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক পারফর্মেন্সে মুগ্ধ আফগান অধিনায়ক। বিশ্বের নামী-দামী ক্রিকেটারদের পাশাপাশি আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইবও বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন।
সাউদাম্পটনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটির আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ও মাশরাফীর প্রশংসা করেন আফগান অধিনায়ক গুলবাদিন বলেন, “বাংলাদেশ দল গত দুই বছরে দারুণ করেছে। মোর্ত্তজা (মাশরাফী বিন মোর্ত্তজা) অধিনায়ক হওয়ার পর সব বিভাগে তারা অনেক উন্নতি করেছে। সত্যি বলতে, গত চার বছরই তারা নিজেদের স্কিলের প্রমাণ দিয়ে আসছে। মোর্ত্তজার অনেক কৃতিত্ব প্রাপ্য। দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে সে।’’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সহজ হবে না উল্লেখ করে গুলবাদিন বলেন, ‘‘বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, আমি তাতে মুগ্ধ। এখানেও খুব ভালো খেলছে তারা। আমাদের কাজটা মোটেও সহজ হবে না।’’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু