বাংলাদেশের বিপক্ষে নিজেদের ‘আন্ডার ডগ’ মানছেন হোল্ডার
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে কোনোভাবেই পেরে উঠছে না ওয়েস্ট ইন্ডিজ। দলটির বিপক্ষে গত নয় ম্যাচের সাতটিতে হার তাদের। টাইগারদের বিপক্ষে এখন নিজেদের ‘আন্ডার ডগ’ মানছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
টনটনের সোমারসেট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাশরাফী বিন মোর্ত্তজা বাহিনীর মুখোমুখি হবে উইন্ডিজ দল।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলাপকালে হোল্ডার জানান, বিশ্বকাপের মঞ্চে জয় তুলে নিতে মুখিয়ে থাকবে তার দল। তবে নিজেদের ভেবে নিচ্ছেন আন্ডারডগই।
হোল্ডার বলেন, “আপনারা যদি আমাদের আন্ডারডগ তালিকায় রাখতে চান তাহলে কোনো আপত্তি নেই। সাম্প্রতিক সময়ে তারা আমাদের বিপক্ষে ভালো খেলেছে। তবে এটি ভিন্ন মঞ্চ, আমরা প্রস্তুত আছি।”
উইন্ডিজ অধিনায়ক বলেন, “কোনো দলই সহজ প্রতিপক্ষ। তবে পাঁচটি ম্যাচ হাতে রেখে এখনো আমি নিজেদের কোর্টে বল দেখতে পাচ্ছি। আমাদের ধারাবাহিক হতে হবে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা। কাল বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ জিতে সামনে যেতে চাই।”
ই-বার্তা/সালাউদ্দিন সাজু