বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে আনছে পরিবর্তন!
ই-বার্তা।। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমেছিল টাইগাররা। তবে তা কাজে লাগাতে পারেননি তারা। বৃষ্টি আইনে তাদেরই ৭ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফের প্রমাণ করেছে এ ফরম্যাটে তারাই রাজা। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০তে এগিয়ে ক্যারিবীয়রা।
আপাতত ওয়েস্ট ইন্ডিজ পর্ব শেষ। সিরিজের বাকি ২ টি-টোয়েন্টি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দু’দলের ক্রিকেটাররা। রোববার ভোর ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও মাছরাঙা টেলিভিশন। সিরিজে ঘুরে দাঁড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে কেমন হতে পারে সফরকারী একাদশ তা নিয়ে সর্বমহলে চলছে জল্পনা-কল্পনা।
মার্কিন মূলুকে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে পরিবর্তন এলে আসতে পারে একটি। সেটি আরিফুল হকের জায়গায়। প্রথম ম্যাচে ১৮ বলে ১৫ রান করা এ ব্যাটিং অলরাউন্ডারের স্থলাভিষিক্ত হতে পারেন সাব্বির রহমান। বিশ্বস্ত সূত্র মতে, প্রথম ম্যাচেই সাব্বিরকে একাদশে চেয়েছিলেন কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একাদশে রাখা হয়নি এ হার্ডহিটারকে। গেল ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন তামিম ইকবাল। কোনো রান না করে সাজঘরে ফিরেছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। তবু দ্বিতীয় ম্যাচে তামিমের সঙ্গী হিসেবে সৌম্যকেই দেখার সম্ভাবনা বেশি।
আবার তার বদলে ওপেনিং পজিশনে আসতে পারেন লিটন কুমার দাস। আগের ম্যাচে তিনে ব্যাট করা লিটনের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী পজিশনে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ওয়ানডাউনে ব্যাট করবেন সৌম্য। তারপরেই রয়েছেন মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ। এরপরে সাব্বির অথবা আরিফুল। পেস অ্যাটাকে মোস্তাফিজের সঙ্গী হিসেবে থাকার কথা রুবেলেরই। স্পিন অ্যাটাকে সাকিব, মিরাজের পাশাপাশি থাকছেন নাজমুল ইসলাম অপু। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচ জিতে বেশ ফুরাফুরা মেজাজে ক্যারিবীয় ক্রিকেটাররা। ওপেনিংয়ে এভিন লুইসের সঙ্গে দেখা যাবে আন্দ্রে ফ্লেচারকে। তিনে মারলন স্যামুয়েলস, চারে আন্দ্রে রাসেল, পাঁচে ব্যাট করবেন রোভম্যান পাওয়েল। ছয়ে ব্যাট করতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিন। লোয়ার-মিডেল সামলাবেন দলপতি কার্লোস ব্র্যাথওয়েট। স্পিন অ্যাটাকে সামিউল বদ্রির পাশাপাশি থাকছেন গত ম্যাচে দলকে দুর্দান্ত শুরু এনে দেয়া অ্যাশলে নার্স। পেস অ্যাটাকে রাসেল, ব্র্যাথওয়েটদের সঙ্গী হিসেবে থাকছেন আগের ম্যাচে ৪ উইকেট শিকার করার কেসরিক উইলিয়ামস ও কিমো পল।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ:
এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দীনেশ রামদিন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, অ্যাশলে নার্স, সামিউল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।
ই-বার্তা/স্পোর্টস ডেস্ক