বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচকে ঘিরে ৪ জুয়াড়িকে আটক
ই-বার্তা ডেস্ক।। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গোলাপি বলে চলমান ভারত-বাংলাদেশের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে বেটিংয়ের অভিযোগে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার নগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরালিধর শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বৃন্দাবন বাসাক স্ট্রিট থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এলাকাটি জোড়াবাগান থানার আওতাধীন। তাদের বিরুদ্ধে মোবাইল ফোনে ক্রিকেট বেটিংঅ্যাপ ব্যবহার করে জুয়া পরিচালনা করার অভিযোগ ছিল।
ওই আটককৃত তিনজন হলেন- কুন্দন সিং (২২), মুকেশ মালি (২৩) ও সঞ্জয় সিং (৪২)। পরে তাদের তথ্যের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে সারজিল হোসেনকে (২২)আটক করে পুলিশ।
তিনি বলেন, অভিযুক্তদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার সেট, একটি নোট বুক এবং ২ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু