বাগদানের দিনই সবাইকে জানাতে চেয়েছিঃ এমা
ই-বার্তা ডেস্ক।। বিভিন্ন সময় প্রেমের প্রসঙ্গ নিয়ে শিরোনামে এসেছেন অস্কারজয়ী হলিউড তারকা এমা স্টোন। এ নিয়ে কোনো বিতর্কেও জড়াননি তিনি। তবে এবার সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজের সম্পর্কের কথা জানালেন এই হলিউড সুন্দরী।
কোনো বড় পরিসরে বিষয়টি জানাননি তিনি। বাগদান শেষ করেই সবাইকে জানান। চিত্রনাট্যকার ও পরিচালক ডেভ ম্যাকক্যারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
গত বুধবার ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায় ডেভ ম্যাকক্যারি ও এমা স্টোন হাসছেন। আর এমার অনামিকায় জ্বলজ্বল করছে বাগদানের হিরার আংটি। তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করে পিপল ম্যাগাজিন।
এ ব্যাপারে এমা বলেন, ‘সম্পর্ক নিয়ে অনেকবার প্রশ্নের মুখে পড়েছি। এটা ব্যক্তিগত রাখাটাই আমার ইচ্ছে ছিল। তবে বাগদানের দিনই সবাইকে জানাতে চেয়েছি।’
উল্লেখ্য, ‘ম্যানিয়াক’ ওয়েব সিরিজের এই অভিনেত্রী ২০১৭ সাল থেকে প্রেম শুরু ডেভ ম্যাকক্যারির সঙ্গে ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু