বাচাই পর্বের সাফল্য বিশ্বকাপে ভালো কাজে আসবে
ই-বার্তা।। বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রুমানা, সালমারা দেশে ফিরেছেনচ।নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিদেশে আরও প্রস্তুতি ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী । ফাইনালে ওঠার পরই তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয়। টুর্নামেন্টে সব ম্যাচেই জিতেছে নারী বাঘিনীরা। ফাইনালে ম্যাচে শক্তিশালী আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ।
বাছাই পর্বের আগে এই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল জাহানারা, সালমারা। এর আগে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেটে হইচই ফেলে দেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা। টানা তিন সাফল্যে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে জাহানারা, রুমানারা। বিমানবন্দরে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন গণমাধ্যমে জানান, বাছাইপর্বের এই সাফল্য বিশ্বকাপেও ধরে রাখতে চান তারা।
ই-বার্তা/স্পোর্টস ডেস্ক