বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
ই-বার্তা ডেস্ক।। বান্দরবানের লামা উপজেলায় মো. আলমগীর সিকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসিনা ডিকার ফাতেমার দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীর সিকদার লামার সরই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদারের ছেলে।
সরই ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল আলম জানান, রাতে সরই ইউনিয়নের খামারবাড়ি থেকে বাসায় ফিরছিলেন আলমগীর সিকদার। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে আলমগীরের ওপর অতর্কিত হামলা করে। পরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
লামা থানার ওসি আপ্পেলা নাহার রাজু জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু