বিএনপিতে যোগদান করল আওয়ামী লীগের দুইশ নেতাকর্মী
ই-বার্তা ডেস্ক ।। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে কৃষক লীগের এক কেন্দ্রীয় নেতাসহ আওয়ামী লীগের দুইশ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের গাড়িতে যারা অাগুন দিয়েছে তারা ছাত্রলীগের কর্মী। তারা পরিকল্পিতভাবে হেলমেট পরে নাশকতা চালিয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না।এই হামলা চালানো হয়েছে সুপরিকল্পিতভাবে।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতিসহ গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের দুই শতাধিক নেতাকর্মীই উপস্থিত ছিলেন।
ই-বার্তা / ডেস্ক