বিএনপি কোনো আদর্শিক দল নয়ঃ নওফেল
ই- বার্তা ডেস্ক।। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল মন্তব্য করেছেন, বিএনপি কোনো আদর্শিক দল নয়। তারা ক্ষমতায় এসে নিজেদের পকেট ভারী করেছেন। লুটপাট, দুর্নীতি করেছেন। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা।
তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। না হয় সরকারের সুনাম ও অর্জন রক্ষা করা যাবে না। তাই শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে। দলের ভেতরে কেউ যাতে ঘাপটি মেরে থেকে দলের অর্জন বিনষ্ট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
দীর্ঘ ২৭ বছর পর শুরু হওয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ অনুষ্ঠানের প্রধান অতিথি।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতার বিষয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করতে ডান ও বাম দুষ্কৃতকারীরা অপপ্রয়াস চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখন দেশ ও দেশের মানুষ ভালো থাকে। আওয়ামী লীগ দেশকে নেতৃত্ব দিতে না পারলে এ দেশ আফগানিস্তান হয়ে যাবে।