বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ফুটবল টুর্নামেন্ট
ই-বার্তা ।। বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজ ছাত্রলীগের অায়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ব্যাপক জাঁকজমক ভাবে খেলাটি উপভোগ করে অত্র কলেজের হাজারো ছাত্র-ছাত্রী।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো কবি নজরুল সরকারি কলেজের অধ্যাপক অাই কে সেলিম উল্লাহ খোন্দকার। এছাড়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মহোন ও সাধারন সম্পাদক মাইনুল হাওলাদার।
ফুটবল টুর্নামেন্ট কমিটির বেলায়েত হোসেন সাগর জানায়,কবি নজরুলে এই প্রথম এতো ভালো ভাবে একটি খেলা অায়োজন করলো কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
বিজয়ের মাসে খেলা উপভোগ করেছে কলেজের হাজারো ছাত্র-ছাত্রী।প্রতি বছরে এমন খেলা অায়োজন করার দাবি জানান তিনি।
কলেজ কর্তৃক খেলাটি চারটি টিম দিয়ে শুরু হয়। ফাইনাল ম্যাচে বিজয় ৭১ টিম সুপার স্টার হলের সাথে ১-০ গোলে বিজয়ী হয়। বিজয় টিমের রিয়াজুল ইসলাম পাভেল জানায়,এই বিজয়ের মাসে বিজয়ী হয়ে অনেক ভালো লাগছে।সবাই অামাদের অনেক সাপোর্ট দিয়েছে।তাদের ভালোবাসায় অাজ বিজয়ি টিম হতে পেরেছি অামরা।
এদিকে খেলাটি অারো অারো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য ছিলো মহসিন হোসেন বাচ্চু, সাহেদ, চয়ন,জহিরুল ইসলাম রাকিব,অানোয়ার,নাছির রুবেল শিমুল সাগর সহ কলেজ শাখা ছাত্রলীগের অারো অনেক নেতা কর্মী।