বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও ফেন্সিডিলসহ আটক-১
ই- বার্তা ।। যশোরের বেনাপোল সীমান্তে শুক্রবার (২৩ই আগস্ট) ভোরে পুটখালী ও দৌলতপুর বিওপি’র টহল দল পৃথক অভিযানে ৫,৩৯,৭০৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩,১৯০ প্যাকেট আতশবাজি, ৬ টি বাইসাইকেল ও ৩০বোতল ফেন্সিডিলসহ শামছুল হক (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক শামছুল হক বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বাইসাইকেল যোগে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সময় খলশী বাজার কাঁচা রাস্তার উপরে বিজিবির একটি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে ৫,৩৯,৭০৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩১৯০ প্যাকেট বিভিন্ন প্রকার আতশ বাজি এবং ০৬ টি পুরাতন বাইসাইকেলসহ শামছুল হককে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।
অপরদিকে, দৌলতপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৭/১২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক কলিমের পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিল আটক করে।
যশোর ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পিবিজিএমএস, অধিনায়ক লে. ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ