বুমরাহ এখনও শিশু বোলারঃ রাজ্জাক
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আব্দুল রাজ্জাক বলেছেন, আমি বিশ্বের নামিদামি বোলারদের বিপক্ষে খেলেছি। জশপ্রিত বুমরাহ অবশ্যই বিশ্বমানের বোলার। কিন্তু আমার ওকে খেলতে তেমন কোনও সমস্যা হবে না।
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ২৬৫ ওয়ানডে আর ৩২ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৪১৯ রান সংগ্রহ করেন রাজ্জাক। জাতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩৪৩টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে ৩৮৯ উইকেট শিকার করেন রাজ্জাক।
তিনি বলেন, বুমরাহর বোলিং অ্যাকশন অদ্ভুত। এমন অ্যাকশনের জন্যই সে বাড়তি সাফল্য পাচ্ছে। আগের থেকে ও এখন অনেক উন্নতি করছে। তবে আমার কাছে ও এখনও বাচ্চা (শিশু) বোলার। এখন আমি খেললে ওকে শাসন করে দিতাম।
এর আগে বিশ্বকাপ চলাকালীন সময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সম্পর্কে আব্দুল রাজ্জাক বলেছিলেন, পান্ডিয়া ভালো অলরাউন্ডার হলেও তার মধ্যে বেশ কিছু ঘাটতি রয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু