বোমা বিস্ফোরনে আফগানিস্তানে তিনজন নিহত
ই-বার্তা ডেস্ক।। স্থানীয় সময় রোববার (১৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন প্রদেশিক পুলিশের প্রধান জেনারেল তাদেন খান।
আফগানিস্তানে বিদ্রোহীরা দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত বিস্ফোরক পুঁতে রাখে। আর প্রায়ই সেগুলো বিস্ফোরিত হয়ে বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ৬ জন পুলিশ সদস্য নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী তালেবান।
ই-বার্তা/ মাহারুশ হাসান