ব্যাগে মৃত ভ্রুণ, ধর্ষণের অভিযোগ জানাতে থানায় তরুণী

ডেস্ক রিপোর্ট ।। থানায় ধর্ষণের অভিযোগ জানানো পুলিশ অফিসারদের কাছে প্রায় নিয়মিত ঘটনা। কিন্তু ব্যাগে মৃত ভ্রুণ নিয়ে এসে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ জানানোর ঘটনায় একটু তাজ্জব হওয়ারই কথা। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আমরোহার হাসনাপুর কোতওয়ালি এলাকার। ব্যাগে মৃত ভ্রুণ নিয়ে এসে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ জানিয়েছেন ১৯ বছরের এক তরুণী।

 

ওই তরুণীর অভিযোগ, গত পাঁচ মাস আগে মনোজ নামে ২২ বছরের এক যুবক বন্দুক দেখিয়ে ধর্ষণ করে। কাউকে এ বিষয়ে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। তবে এখানেই ঘটনার শেষ নয়। ধর্ষণের জেরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পেয়ে জোর করে তাকে গর্ভপাতের ওষুধ খাওয়ায় মনোজ। গত শনিবার মৃত ভ্রূণ প্রসব করেন তিনি।

 

এর পর আর চুপ করে থাকতে পারেননি মেয়েটি। মাকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে সব খুলে বলেন তিনি।থানার কর্মকর্তা অজয় কুমার সংবাদমাধ্যমে বলেছেন, ব্যাগে করে আনা ভ্রূণ দেখে থানার কর্মকর্তারা অবাক হন। ধর্ষক মনোজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার খোজে তল্লাশি চলছে।

 

 

ই-বার্তা ।। ডেস্ক