বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছেন আতিকুল ইসলাম
ই- বার্তা ডেস্ক।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের ভোটে বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
উল্লেখ্যযোগ্য সংখ্যক ভোটে পিছিয়ে রয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির শাফিন আহমেদ। দেশের প্রধান অন্যতম দল বিএনপি অংশ না নেয়ায় এ নির্বাচনে ভোট দিতে তেমন আগ্রহ দেখায়নি নগরবাসী। যদিও ভোট শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে।
আজ বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএনসিসির মেয়র পদে এক হাজার ২৯৫টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৭৬৯টি ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৪৭০ ভোট।
এ সিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ দলীয় প্রতীকে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি তিনজন হলেন- ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় মেয়র পদে এই উপ-নির্বাচনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচনের ভোট শুরু হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এ নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম