ভক্তদের আনন্দ দিতে নতুন উপহার নিয়ে হাজির পুনম পান্ডে
ই- বার্তা ডেস্ক।। নগ্নতা নিয়ে তার লজ্জা নেই পুরুষ মনে সুড়সুড়ি কীভাবে দিতে হয় তাও ভালোই জানেন পুনম পান্ডে। নিত্যনতুন আবদারে একেবারেই অসন্তুষ্ট নন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ জেতাই হোক বা ক্রিসমাস, পুনম পাণ্ডে সবসময়ই তার অনুরাগীদের চমক দেওয়ার জন্য প্রস্তুত। তাও আবার যেনতেন চমক নয়, রীতিমতো নিজেকে ক্যামেরার সামনে উন্মোচিত করেন তিনি। মাঝে মধ্যে তো গায়ে একটাও সুতো থাকে না তার।
তাই দীপাবলির আগে ভক্তদের আনন্দ দিতে নতুন উপহার নিয়ে হাজির হলেন তিনি। নতুন এক প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতা তার বেটাইম স্টোরিজ নিয়ে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে ও ফেসবুকে নিজের ছবি পোস্ট করে পুনম লিখেছিলেন, তিনি তার দুই সৌভাগ্যবান ভক্তকে আইফোন ও স্যামসং নোট ফোন উপহার দেবেন।। রবিবার সেই সৌভাগ্যবানদের নাম ঘোষণা করার কথা ছিল পুনমের। আর সেটি করেনও তিনি। পুনম পান্ডে তার ওয়েবসাইটে ‘বেডটাইম স্টোরিজ’ দেখার আবেদনও জানিয়েছেন।