ভারতে গোমূত্রের দাম বেশি দুধের থেকে

ই-বার্তা ডেস্ক।।   গত তিন-চার বছরে ভারতে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে দেদারছে গোমূত্র বিক্রি হচ্ছে।

তবে এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও ওইসব রাজ্যের মতো গোমূত্র বিক্রি হচ্ছে।

সুত্র থেকে জানা গেছে, কলকাতায় গরুর দুধ নয়, গোমূত্র বেশ জনপ্রিয়।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, কলকাতায় গোমূত্রের দাম এখন গরুর দুধের দামের চেয়ে ঢের বেশি।

গোমূত্র ব্যবসায়ী ললিত আগরওয়াল কলকাতায় গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে জানিয়ে  স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিমবঙ্গে মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয়। নাগপুর থেকে আনা হয় এসব মূত্র। ৩৫০ টাকা দরে এক লিটার গোমূত্র বিক্রি হচ্ছে যেখানে, কলকাতায় সেখানে এক লিটার দুধের দাম ৩৫-৪৮ টাকা।

কলকাতা পিজরাপোল সোসাইটি নামে একটি সংস্থার কো-অর্ডিনেটর সর্বেশ্বর শর্মা বলেন, কলকাতায় মাসে প্রায় তিন হাজার লিটার গোমূত্র বিক্রি হয় আমাদের। তারা এক লিটার গোমূত্রে ১৭৫ টাকায় ও এক লিটার দুধ ৫০ টাকায় বিক্রি করছেন বলে জানান।

কলকাতায় গোমূত্রের চাহিদা দেখে গুজরাট, মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্য থেকে গোমূত্র আমদানি করছে একাধিক এজেন্ট।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম

preload imagepreload image