ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের
ই-বার্তা ডেস্ক।। ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র দুজারিক বলেন, ‘কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতিতে আমরা চিন্তিত৷ কাশ্মীরে ভারতের নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা সতর্ক৷’
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন গোটা বিষয়ের উপর নজর রাখছে৷ ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখারও আহ্বান জানানো হচ্ছে দুই দেশকেই৷
অন্যদিকে মঙ্গলবার কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা তুলে নেওয়ার ভারত সরকারের সিদ্ধান্ত নিয়ে পাক সংসদে যৌথ অধিবেশন ডেকেছে ইসলামাবাদ৷
সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা৷ ৬৯ বছর পর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বাতিল করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এতে বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর৷ একই সঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হয়েছে লাদাখকে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু