ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষনা
ই-বার্তা ডেস্ক।। ভারতের বিপক্ষে সিরিজ’কে সামনে রেখে ওয়ানডে দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেই মিচেল স্টার্ক, মিচেল মার্শ।
অস্ট্রেলিয়ার টি-২০ ও ওডিআই স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), জেসন বেহেনডর্ফ, নাথান কোল্টার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্সি শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাশটন টার্নার, অ্যাডাম জ্যাম্পা।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে আগামী ২৪ ফেব্রুয়ারি দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আর ২ মার্চ থেকে হায়দ্রাবাদে শুরু হবে পাঁচ ম্যাচ।
ই-বার্তা/ মাহারুশ হাসান