ভিপি নূরের কক্ষে তালা মুক্তিযুদ্ধ মঞ্চের
ই- বার্তা ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগের দাবিতে তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।
আজ বুধবার দুপুরের দিকে এ তালা ঝুলানো হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে ওই সংগঠন থেকে তার গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ নুরের একটি ফোনালাপকে কেন্দ্র করে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ডাকসু ভবনের সামনে কুশপুতুল দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপর নুর ডাকসুর যে কক্ষে বসেন সেখানে তালা লাগিয়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতারা।
তালা লাগিয়ে দরজায় দুটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তারা। যেখানে লেখা আছে, দুর্নীতিবাজ নুরের পদত্যাগ চাই, দুর্নীতিবাজ নুরের ঢাবিতে ঠাঁই নেই।
এ ব্যাপারে নুর বলেন, ‘ছাত্রলীগের মদদে গঠিত একটি সংগঠন এ কাজ করেছে। ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।’