মমতাকে লাথি মেরে বাংলা ছাড়া করার হুমকি বিজেপি নেতার
ই-বার্তা ডেস্ক।। ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার কথা বলেছিলেন সেদেশের প্রধানমন্ত্রী মোদিকে। এবার সেই চড়ের বদলায় লাথি মারার বার্তা দিলেন তারই রাজ্যের এক বিজেপি নেতা।
উত্তর-২৪ পরগনার বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘দিদি বাংলার মানুষ আপনাকে লাথি মারার জন্য তৈরি আছে।’
হাওড়ার একটি জনসভা থেকে তিনি আরও বলেন, ‘সেই লাথি খেয়ে আপনি ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন। সেই পরিস্থিতি তৈরি হয়েছে।’
তিনি বলেন, লোকসভা নির্বাচনে ভোট যতো এগোচ্ছে দিদির মাথা ততোই গরম হচ্ছে। আর বাকংসযম হারিয়ে প্রধানমন্ত্রীকেও চড় কষানোর কথা বলছেন।
মঙ্গলবার পুরুলিয়ায় এক জনসভা থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলেন, এখানে চাঁদাবাজের সরকার চলছে, তখন মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড়। এরপরই মমতাকে সায়ন্তন বসু লাথি মেরে বাংলা ছাড়া করার হুমকি দিলেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু