মমতার পাশে সব বিরোধীদল
ই-বার্তা ডেস্ক।। এবার মমতা ব্যানার্জীর পাশে দাড়ালো সব বিরোধীদল। পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন জানিয়েছে ভারতের বেশির ভাগ বিরোধী রাজনৈতিক দল। তারা প্রত্যেকেই মমতার এই লড়াইকে সমর্থন জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছে।
রোববার রাতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মমতাকে সমর্থন জানিয়ে ফোন করেন। টুইটে সে কথা লিখে রাহুল বলেন, আমি নিজে মমতাদির সঙ্গে কথা বলেছি। আর বলেছি, আমরা তাঁর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি। বাংলায় যা হয়েছে তা মোদি এবং বিজেপির মিলিত আক্রমণ দেশের ওপর। এই ফ্যাসিবাদী বাহিনীর বিরুদ্ধে দেশের সব বিরোধীরা একজোট হয়ে লড়বে।
ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি শরদ পাওয়ার’ও টুইট করেছেন। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের এই ঘটনা গণতন্ত্রের ওপর নিগ্রহ। পশ্চিমবঙ্গে সিবিআইকে সম্পূর্ণ অপব্যবহার করা হয়েছে। এজন্য সব বিরোধীরা একত্রিত হবে।
ই-বার্তা/ মাহারুশ হাসান