মসজিদ হামলায় হতাহতদের পরিবারের তহবিলে জমা হয়েছে ৭৪ লাখ ডলার
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের জন্যে গত ১৫ মার্চের সন্ত্রাসী হামলার পর গড়ে ওঠা তহবিলে এখন পর্যন্ত প্রায় ৭৪ লাখ ডলার জমা হয়েছে। জানিয়েছে, ফান্ড সংগ্রাহক ওয়েবসাইট ‘গিভ অ্যা লিটল’ ও ‘লঞ্চ গুড’।
তারা বলছে, তাদের তহবিলে প্রায় ৯১ হাজার দাতা ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার দিয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ফান্ড সংগ্রহের ওয়েবসাইট ‘লঞ্চ গুড’ বলছে, তাদের মাধ্যমে প্রায় ৪০ হাজার দাতা প্রায় ১.৮ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানান, হামলায় নিহতদের দাফন করার সকল খরচ সরকারই বহন করবে।
ই-বার্তা/ মাহারুশ হাসান