মাঝরাতে দেবে গেছে মাতামুহূরী সেতুর একাংশ
ই-বার্তা ডেস্ক।। কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর সেতুটির মাঝখানে দেবে গেছে। এতে ওই সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও রোগীরা।
বুধবার মাঝরাতে হঠাৎ সড়কটি দেবে যাওয়ায় সড়কের উভয়পাশে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়েদুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যায়।
এটি সওজ বিভাগকে অবহিত করা হয়। এর পরপরই দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শুরু হয়। তবে বৃহস্পতিবার সংস্কারকাজ শেষ হলে ওই সেতু দিয়ে ফের যান চলাচল স্বাভাবিক হবে।
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, অনেক যাত্রী অপেক্ষা না করে নৌকায় নদী পার হয়ে গন্তব্যে গেছেন। তবে সেতুর দুপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে। দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওসি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু