মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছেঃ পাটমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) জানিয়েছেন যে, মাদরাসা শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে পাটমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মাদরাসায় ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সম্পৃক্ত করেছে। সাধারণ শিক্ষার মতন এখানেও বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে।’
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধু এদেশে ইসলামি ফাউন্ডেশন গঠনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার সুযোগ্য মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধারাবাহিকতায় দেশে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর সুফল মাদরাসা শিক্ষকরা পেতে শুরু করেছেন।’
মন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি এবং অন্যান্য সেক্টরে উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে জানিয়ে বলেন, ‘বিশেষ করে শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বর্তমান সরকার। এ সবই শেখ হাসিনা সরকারের অবদান। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করেছে। শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।’
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ফয়েজ মোহাম্মদ আসলাম, আওয়ামী লীগ নেতা রবি রায়, মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মহিবুর রহমান ভুঁইয়া, সদস্য নাসির উদ্দিন আহমেদ ও অধ্যক্ষ আব্দুল মজিদ মোল্লাসহ অনেকে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম