মাসের প্রথম ৯ দিনে ধর্ষণের শিকার ৪১ শিশু
ই- বার্তা ডেস্ক।। দেশের বিভিন্ন স্থানে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে এ মাসের প্রথম নয় দিনে। ধর্ষণের শিকার হওয়া শিশুদের মধ্যে মেয়েশিশু ৩৭ জন এবং ছেলেশিশু চারজন। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরও তিন শিশু।
আজ বৃহস্পতিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেএ তথ্য জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শিশু ধর্ষণের এ সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানায়, ধর্ষণের শিকার শিশুদের মধ্যে তিন শিশু মারা গেছেন। আহত হয়েছে ৪১ শিশু।
এই বিষয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক শাহানা হুদা রঞ্জনা বলেন, ‘ছয়টি পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা ধর্ষণের শিকার শিশুদের সংখ্যাটি নির্ণয় করেছি। আসল সংখ্যাটি হয়ত আরও বেশি। এ সংখ্যাটি অস্বাভাবিক।’দেশে শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগও প্রকাশ করেছে। একইসঙ্গে, শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম