মিথুন খেলার সম্ভাবনা থাকলেও অনিশ্চিত মুশফিক
ই-বার্তা ডেস্ক।। প্রথম দুই ওয়ানডেতে সেরা ব্যাটসম্যান ছিলেন মিথুন। তবে চোটের কারণে খেলতে পারেননি তৃতীয় ওয়ানডে। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মিথুন। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস তাকে হ্যামিল্টন টেস্টের একাদশে পাওয়ার ব্যাপারে ভীষণ আশাবাদী। তবে অনিশ্চয়তা আছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে ঘিরে।
মুশফিকের সমস্যা একটি নয়। আপাতত সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে পাঁজরের চোট। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার সময়ই পাঁজরের পুরোনো চোটটা জেগে উঠে, তারপরও তৃতীয় ওয়ানডেতে খেলেছেন তিনি।
মুশফিকের এই পাঁজরের সমস্যার সঙ্গে আছে সাইড স্ট্রেইন আর কব্জির চোটও। তাই টিম ম্যানেজম্যান্ট নিশ্চিত করে বলতে পারছে না, ঠিক কখন সুস্থ হয়ে উঠবেন সাবেক অধিনায়ক।
স্টিভ রোডসও সেই মতই বললেন, প্রথম টেস্টে মুশফিক থাকছেন কি না। তবে মিথুনকে নিয়ে আশাবাদী টাইগার কোচ। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আশা করছি মিঠুন ভালো থাকবে। তবে মুশফিককে নিয়ে নিশ্চয়তা দিতে পারছি না। আমার মনে হয়, তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে মিঠুনকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। সে ছন্দে আছে। ওয়ানডেতে দুটি ভালো ইনিংসও খেলেছে। নেটে দেখেও ভালো মনে হয়েছে। মনে হয়েছে সে প্রস্তুত।’
ই-বার্তা/ মাহারুশ হাসান