মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপন

ই-বার্তা।।  বুধবার (১৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে একযোগে দেশি প্রজাতির এই ৩০ লাখ গাছ লাগানো হবে।বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।