মুক্তিযোদ্ধাদের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
ই-বার্তা ।। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মহানগর নাট্যমঞ্চে রোববার বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে দুপুর ২টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হবেন খালেদা জিয়া।’
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন।
সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা ১১টার দিকে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়।