মেসির গোলে রক্ষা পেল আর্জেন্টিনা
ই-বার্তা ডেস্ক।। কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকালে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। শুরুটা ভালো হলেও ছন্দপতন হতে সময় লাগেনি স্কালোনির দলের। সেই সুযোগে প্রথমার্ধেই এগিয়ে যায় প্যারাগুয়ে। কিন্তু মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বেলো হরিজন্তে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে এই দুদলের লড়াই হয়। নিজেদের থেকে শক্তিমত্তায় পিছিয়ে থাকা প্যারাগুয়ের বিপক্ষে ১-১ ড্র করে লিওনেল মেসির দল।
খেলার ৩৭ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়ায় প্যারাগুয়ের মিডফিল্ডার রিচার্ড সানচেজ। এরপর দুদলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে থাকে। কিন্তু কেউ গোল করতে পারেনি। শেষে ৫৭ মিনিটে হার থেকে রক্ষা পাওয়া গোলটি করেন মেসি। এটি আসে পেনাল্টি থেকে।
এর আগে কোপায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। একটি হার ও একটি ড্রয়ে আর্জেন্টিনা এবং কাতারের পয়েন্ট ১। আর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছে কলম্বিয়া। অন্যদিকে দুই ম্যাচ ড্র করে প্যারাগুয়ের পয়েন্ট ২।
এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। অপরদিকে কাতারের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে প্যারাগুয়ে জয় পেলে গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনার বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যদি ম্যাচটি ড্র হয় তাহলে দ্বিতীয় পর্বে যেতে হলে কাতারে বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু