মোদির জয়ে উচ্ছ্বসিত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ই- বার্তা ডেস্ক।। বৃহস্পতিবার দীর্ঘ সাত দফা নির্বাচন শেষে ফল ঘোষণায় বিপুল বিজয় পেয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি।
রপরই বিভিন্ন দেশে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
মোদিকে শুভেচ্ছা জানানোর এই তালিকায় এগিয়ে রয়েছে, ইসরাইল, চীন, রাশিয়া, ভুটান, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিকে। এতে তিনি লেখেন, ভারত এবং ইসরাইলের মধ্যে বন্ধুত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ইসরাইলের নেতানিয়াহু বলেন, বন্ধু নরেন্দ্র মোদি, চিত্তাকর্ষক এই জয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে এটা আপনার যোগ্যতার পরীক্ষার ফল। আমরা ইসরাইল এবং ভারতের দ্বিপাক্ষিক গভীর বন্ধুত্বকে আরও শক্তিশালী করব। ভালো করেছ বন্ধু।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম