মৌলভীবাজারে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
ই- বার্তা ডেস্ক।। মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম ওয়াসিম হাসনান (২১)। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র।
পুলিশ সুত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে নবীগঞ্জের গোপলার বাজার এলাকা থেকে ওয়াসিমসহ ৩/৪ জন বাসে উঠেন। কিন্তু সিট না পেয়ে ওয়াসিম মৌলভীবাজারের শেরপুরে নামতে চান।
নামার মুহূর্তে বাসটি গতি বৃদ্ধি করলে ওয়াসিম পেছনের চাকার নিচে পড়ে গুরুত আহত হন। স্থানীয়রা তাকে সিলেট হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলে রাস্তায় তার মৃত্যু হয়। ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম এলাকার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে পুলিশের ফাঁড়ি ইনচার্জ কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতক বাসটি সিলেটের বেগমপুরে আটক করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম