ময়মনসিংহে পুলিশের ঘিরে রাখা ব্যাগ থেকে খন্ডিত মরদেহ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে একটি স্যুটকেস ঘিরে রাখে পুলিশ। পরে ঘিরে রাখা ব্যাগ থেকে মাথা ও হাত-পা বিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি খুলে এক পুরুষের দেহের মাথা ও হাত-পা ছাড়া কিছু অংশ উদ্ধার করে।
মাথা ও হাত-পা কেটে অন্যত্র ফেলে রাখা হতে পারে বলে ধারণা পুলিশের। লাগেজের ভেতরে পলিথিনে পেঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেহাংশটি রাখা হয়েছিল।
পুলিশ জানায়, গত রোববার সকাল ১১টা থেকে পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রংয়ের ব্যাগ পড়ে থাকে। সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য এটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পনিদর্শন করেন।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু