যুদ্ধাপরাধীদের সন্তানরা সরকারি চাকরি পাবে নাঃ আ ক ম মোজাম্মেল হক
ই-বার্তা ডেস্ক।। গতকাল রবিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির একটি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী ও তাদের সন্তানরা যাতে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ না পায় সে জন্য আলাদা আইন করা হবে।
মন্ত্রী বলেন, জামায়াত এবং যুদ্ধাপরাধীরা সরকারি চাকরি যেন না করতে পারে সেজন্য আইন করা জরুরি হয়ে পরেছে। প্রশাসনের বিভিন্ন কাজে তারা ঢোকে, বর্ণচোরা হিসেবে ঢুকে তারা সময়মতো আঘাত করার চেষ্টা করবে। কাজেই রাষ্ট্রের কোনো দায়িত্ব তাদের দেওয়া হবে না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে না তাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ দেওয়া বিপদজনক। স্বাধীনতা বিরোধীরা আবারও তাদের স্বার্থ উদ্ধারের জন্য দেশকে ঝুকির মধ্যে ফেলতে পারে।
ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও মুক্তিযুদ্ধ গবেষক শিক্ষাবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুনসহ অনেকেই।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু