রংপুরে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু
ই- বার্তা ডেস্ক।। রংপুরের মিঠাপুকুরে আলুবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে বস্তা চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালতলা মাদারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম হাসান আলী (৪০)। তিনি উপজেলার খোর্দ্দ মহদীপুর এলাকার রমজান আলীর ছেলে।
এই বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ আরিফ জানান, রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি আলুবোঝাই ট্রাক মালতলা মাদারেরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় আলুর বস্তা চাপা পড়ে হাসান আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম