রাগ-অভিমান বেশিদিন থাকবে না, তারা পার্লামেন্টে আসবেঃ নাসিম
ই-বার্তা ডেস্ক।। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় বিএনপিকে সংসদে আসার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাগ-অভিমান বেশিদিন থাকবে না, তারা পার্লামেন্টে আসবে।’
তিনি বলেন, ‘রাগ-অভিমান বেশিদিন থাকবে না, তারা পার্লামেন্টে আসবে। তাদের অনুরোধ করছি আসুন সংসদে। নাহলে বড় সুযোগ হারাবেন। যাকে নিয়ে শঙ্কা ছিলো সেই ডোনাল্ড ট্রাম্পও স্বীকৃতি জানিয়েছে। কোথাও আর শঙ্কা নাই। নির্বাচন নিয়ে প্রশ্ন না তুলে পার্লামেন্টে যান। আমাদের চাপে রাখেন। দেশের উন্নয়ন হবে। আসুন কথা বলুন, সমালোচনা করুন। ভুলত্রুটি ধরিয়ে দেন। আমরা চাই না সংঘাত থাকুক। সংসদে উত্তাপ তৈরি করুন।’
সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একটা মিছিল করতে গিয়ে কান্নাকাটি করছে। অথচ নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ।বিএনপি যেন আওয়ামী লীগ থেকে শিক্ষা নেয় কিভাবে নির্যাতন সহ্য করতে হয়।’
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু