রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় ২ জঙ্গি গ্রেফতার
ই-বার্তা ডেস্ক।। রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলায় জড়িত নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান।
রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর আইইডি হামলায় গ্রেপ্তার নব্য জেএমবির এই দুই সদস্য জড়িত বলে তিনি জানান।
আজ ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাজধানীর মিরপুর রোডের সাইন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও একজন মন্ত্রীর নিরাপত্তা দলের অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু