রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভূক্ত সন্ত্রাসী নিহত
ই-বার্তা ডেস্ক।। রবিবার ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে কালীবাড়ী মোড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার আসামি আব্দুর রহিম মোল্লা (৩৮) নিহত হয়েছেন।
আব্দুর রহিম মোল্লা আলীপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমত মিয়ার ছেলে। পুলিশের দাবি, নিহত রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাতে রহিমকে আটক করতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ও তার সহযোগীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রহিমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু