রাজশাহীর ইভান্সে এবারের আসরের প্রথম শতক দেখলো বিপিএল
ই-বার্তা ডেস্ক।। লরি ইভান্সের ৬২ বলে ১০৪ রানের ইনিংসে এবারের আসরের প্রথম শতক দেখলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
লরি ইভান্স ; লন্ডনে জন্ম নেয়া এই রাজশাহীর ব্যাটসম্যান পুরো আসর জুড়েই ভুগছিলেন ফর্মহীনতায়। যার কারণে গত ম্যাচে ছিলেন একাদশের বাইরে। তবে একাদশে ফিরেই নিজের জাত চেনালেন এই ডানহাতি মারমুখী ব্যাটসম্যান। হাকালেন শতক, মনে করিয়ে দিলেন, হিজ় জার্নি ইজ় নট এন্ড।
বিপিএলে এখন অবধি শতক হয়েছে ১৩টি; ইউনিভার্স বস ক্রিস গেইল একাই হাকিয়েছেন ৫টি শতক। বাংলাদেশিদের মধ্যে সাব্বির (১২২), আশরাফুল (১০৩*), শাহরিয়ার নাফিজ (১০২*) করেছেন তিনটি শতক। লরি ইভান্স একমাত্র ব্যাটসম্যান হিসেবে চলতি বিপিএলের প্রথম শতক হাকালেন।
ই-বার্তা/ মাহারুশ হাসান