রাশিয়ার হুমকি উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ই-বার্তা ডেস্ক।। ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি উপেক্ষা করে এই পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের হুমকি সফলভাবে ঠেকাতে এবং ধ্বংস করতে ভূমিভিত্তিক মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বা জিএমডি ব্যবহার করা গেছে বলে জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা।
আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছে, ২০১৭ সালে ভূমিভিত্তিক মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা আলাস্কা এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছিল মার্কিন সরকার। এটি রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে বলে মন্তব্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এতে বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে। রাশিয়া এটি নীরবে মেনে নেবে না বলেও হুমিক দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, গত মাসে পরমাণু অস্ত্র রোধের এক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শীতল যুদ্ধের সময় করা এই চুক্তিটির নাম মধ্য-পাল্লার পরমাণু শক্তি চুক্তি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু