লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় নারী নিহত
ই- বার্তা ডেস্ক।। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের হজিরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ- পরিদর্শক মোঃ খোকন মিয়া পথচারী মহিলা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত পথচারীর নাম শোকরের নেছা (৫৫)। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পথচারী শোকরের নেছাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এঘটনায় বাসটিকে আটক করা যায়নি। পরে স্থানীয় বাজারের লোকজন এসে বৃদ্ধ মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম